বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরে সাত দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। বুধবার সকালে নাটোর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য সোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, এসপি হেডকোয়াটার এইচ এম ফয়জুর রহমান সহ প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল স্থান পায়।
বাংলা৭১নিউজ/জেএস