বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধ: নাটোরের গুরুদাসপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী স্বপনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম রোববার দুপুরে এ রায় দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ২৬ জুলাই গুরুদাসপুর উপজেলার মসীন্দা শিকারপাড়া গ্রামে গাছ থেকে পেয়ারা পারাকে কেন্দ্র করে স্ত্রী নাছিমার সাথে বাক-বিতন্ডা হয় স্বামী স্বপনের। এর এক পর্যায়ে স্বামী স্বপন ক্ষিপ্ত হয়ে তার পরিবারের লোকজনের সহায়তায় নাছিমাকে পিটিয়ে ও স্বাস রোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মাছেম মন্ডল বাদি হয়ে স্বপন, তার পিতা খোদাবক্স ও মা শুখজানের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ স্বপনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত বিচার কাজ শেষে বিচারক এ রায় দেন।
বাংলা৭১নিউজ/জেএস