বাংলা৭১নিউজ,মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরে সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে শহরের হর্টিকালচার সেন্টারে ৩দিনের এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযাগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে এবং সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। সেখানে গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতার প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয়, চ্যালেঞ্জ ও উত্তোরণ, নীতিমালা ও আইন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচক ও অপ-সাংবাদিকতার নেতিবাচকতা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০জন সাংবাদিক এই বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস