বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছে বিভিন্ন প্রার্থীরা।
রবিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলামুর রহমানের কাছ থেকে নাটোর-০২ (সদর ও নলডাঙ্গা) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পক্ষে মনোনয়ন উত্তোলন করেন দলের নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরি জলি, সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম পিপি, এ্যাড. কামরুল ইসলাম ও যুগ্মসম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন নাটোর-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাখা মার্কার পক্ষে জেলা সভাপতি এ্যাড. আজিজার রহমান খান চৌধুরি অমেল খান, নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) খালেকুজ্জামান ও নাটোর-০৩ (সিংড়া) শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ।
এদিকে নাটোর-০৩ (সিংড়া) আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে সিংড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর কাছ থেকে মনোনয়ন উত্তোলন করে নেতাকর্মিরা।
বাংলা৭১নিউজ/জেএস