বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নাটোর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন এর নেতৃত্বে একটি র্যা লী শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে বের হয়ে নাটোর জেলা প্রশাসন চত্তরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন এডিএম মোঃ রাজ্জাকুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দিন, ভোক্তা অধিকার ফোরাম নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহানারা বিউটি। তাছাড়াও সকসস এর নির্বাহি পরিচালক আফরোজা খাতুন রিনা, ক্যাবের সহসভাপতি খালিদ বিন জালাল বাচ্চু, নিডা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান, গণশিক্ষা কার্যক্রম নাটোরের উপপরিচালক মোঃ জালালুম বাইদ, শিশু কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সাকামের সভাপতি অব. অধ্যাপক মোঃ মুজিবুল হক নবী, স্ংাবাদিক আখলাক হোসেন, গোলাম গাউস, মোঃ মনজুর-ই-মওলা, এম মোবারক আলী সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস