বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোর রেল ষ্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার সকালে দুই ঘন্টাব্যাপী র্যাবের অভিযান শেষে ১৫ জনকে হাতে নাতে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরী।
এতে অভিযুক্তদের তিন মাস করে কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ রনি (২৩), মোঃ সাব্বির হোসেন হিমেল (১৯), মোঃ কালূ (৩৫), মোঃ আল আমিন (৩০), মোঃ বাবু (৩৫), সোলেমান (৪০), খোকন (৩০), ইউসুফ আলীম (৩৭), আনার হোসেন (৩৭), বিপ্লব হোসেন পিন্টু (২৫), শফিকুল ইসলাম নয়ন (২৭), আরিফুল ইসলাম (২০), বাবু (৩০), দুলু মিয়া (৬০), রমজান আলী (৩০)। পরে সাজাপ্রাপ্তদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে নাটোরে র্যাবের অভিযানে আটক ১৭ মাদকসেবীর প্রত্যেককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে শহরের তেবাড়িয়া এলাকার আমবাগানে অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে শনিবার রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার আম বাগান এলাকায় তিন ঘন্টার অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭ যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত ১৭ মাদকসেবীরা হলো- নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মোঃ ফারুক হোসেন(২০), পিতা-মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আরমান (২০) পিতা- মোঃ শিলুমিয়া, মোঃ জুয়েল হোসেন (২০) পিতা-মোঃ জসিম উদ্দিন, মোঃ সুমন (২৩) পিতা-মোঃ সিরাজ আলী, মোঃ হানিফ (২৮) পিতা- মোঃ রতন, বলাই চন্দ্র সরকার (২৬) পিতা- পিন্টু চন্দ্র সরকার, মোঃ মাইনুদ্দিন (২০) পিতা-মোঃ সোরাফ, মোঃ আল আমিন (২০) পিতা- মোঃ ওয়াহেদ, মোঃ মিঠুন (২১) পিতা-মোঃ শাহজাহান, মোঃ জুয়েল (২৩) পিতা- মোঃ রেজাউল করিম, মোঃ শাহিন হোসেন (২৭) পিতা-মোঃ শাহজাহান, মোঃ শফিকুলইসলাম(২৭) পিতা-মোঃ হোসেন শেখ, মোঃ বিপুল(১৮) পিতা-মৃত শফিকুল ইসলাম, মোঃ ফয়সাল শেখ (১৮) পিতা-মোঃ ফজলু শেখ, মোঃ রাসেল আহম্মেদ (২৫) পিতা-মৃত আঃ রহিম,শহরের মল্লিক হাটি এলাকার মোঃ সাইদুল প্রাং (৩৫) পিতা-মৃত জব্বার প্রাং এবং রামনগর এলাকার মোঃ পিয়ারুল ব্যাপারী (৩০) পিতা-মৃত নিজাম ব্যাপারী।
বাংলা৭১নিউজ/জেএস