বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে নাটোরে জেলা পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক শাহিনা খাতুন ৪দিন ব্যপি এই অনুষ্ঠানের কর্মসূচী নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন।
উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড প্রদর্শন করা হবে। তাছাড়াও রঙ্গিন পতাকা উত্তলন, ফেস্টুন, আলোকসজ্জা, আতশবাজি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করার পরিকল্পনা প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুইয়া, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা তথ্য অফিসার সামিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রাজ্জাকুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস