বাংলা৭১নিউজ, নাটোর: নাটোরের বনপাড়ায় সুনিল গোমেজ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
রোববার রাত সাড়ে দশটার দিকে নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে গীর্জায় যান সুনিল গোমেজ। সেখানে প্রার্থনা শেষে নিজবাড়িতে রাস্তা মুখী মুদি দোকানে বসেন তিনি। এরপর ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘারে কুপিয়ে ও গলায় কেটে হত্যা করে পালিয়ে যায়।
বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন দোকানে জিনিস কিনতে গিয়ে সুনিল গোমেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত দেখতে পান তারা।
পুলিশ জানায় দুর্বৃত্তরা সুনিলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি। এই ঘটনায় রাতে নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করে।
বাংলা৭১নিউজ/এআর