বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বিএনপি।
সোমবার সকালে দলের আলাইপুরের কার্যালয় থেকে সদর উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে সদর উপজেলা বিএনপি। এসময় বেগম জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তির দাবী জানান বিএনপির নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক,জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা বিএনপি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সদর উপজেলা বিএনপি হাসান আলী, সাধারন সম্পাদক সদর উপজেলা বিএনপি নজরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তাছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলাতেও বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কর্মসূচিটি নলডাঙ্গা বাজার প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, জেলা শ্রমিকদলের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার ফরমায়েশি রায় দিয়ে আমাদের নেত্রী তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি আজ অসুস্থ্য তাঁর ভাল চিকিৎসা জরুরী হয়ে পড়েছে।
কিন্ত সরকার তার উন্নত চিকিৎসার দিকে নজর দিচ্ছে না বললেই চলে। সভায় তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করেন। এছাড়া গ্রেফতার নাটোর জেলা ছাত্রদলের সভাপতি ছানোয়ার হোসেন তুষার, জেলা সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, নাটোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ ব্যাপারী ও জুয়েল রানারও নিঃশর্ত মুক্তির দাবী জানান।
আবার সিংড়ায় পুলিশের বাঁধায় বিএনপির একাংশের বিক্ষোভ পন্ড হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিংড়ায় সকাল ১১ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ফটিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম ও এস আই আঃ হান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিক্ষোভ মিছিলে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ।
বাংলা৭১নিউজ/জেএস