বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরে কলেজ শিক্ষক আনিছুর রহমান আরিফ হত্যা মামলার রায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।
নাটোর জজ কোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক আনিছুর রহমান আরিফ ২০০৯ সালের ১৮ জুলাই কলেজ শেষে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে উপজেলার রামাগারি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা আফতাব উদ্দিন নিহত আরিফের দুই বন্ধু হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলামকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদলতে অভিযোগ পত্র জমা দেয়। আদালত সাক্ষ্য প্রমান শেষে এই রায় দেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলাম পলাতক রয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস