বাংলা৭১নিউজ,(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় করোনা মহামারির মধ্যেও ঋণের কিস্তি পরিশোধের জন্য অব্যাহত চাপ দেয়ায় পিটার কস্তা (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সোমবার (০৬ জুলাই) ভোরে উপজেলার জোনাইল ইউনিয়নের পারবোর্নী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিটার ওই গ্রামের মৃত শিমন কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিটার জোনাইল বাজার এলাকায় বিভিন্ন সুদি মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। সর্বশেষ সাজেদুর রহমানের নামে একজনের কাছ থেকেও ঋণ নেন তিনি। সম্প্রতি সাজেদুর সুদে-আসলে প্রায় ১০ লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেন পিটারকে। এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়ায় পিটারের ঋণের পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা দাঁড়ায়। এত টাকা কিভাবে পরিশোধ করবেন এ নিয়ে গত কয়েকদিন ধরে মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি। সোমবার ভোরে নিজের গোয়ালঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ঋণের চাপে আত্মহত্যা করেছেন পিটার কস্তা। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে