বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার হালসা গ্রাম থেকে মো. আসাদ হোসেন (৩৮) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে ওই গ্রামের ছয়আনা ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসাদ সদর উপজেলার কামারদিয়ার গ্রামের সিরাজ হোসেনের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিক বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদ শুক্রবার বিকেলে ভাড়ার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। সকালে স্থানীয় লোকজন সদর উপজেলার হালসা গ্রামের ছয়আনা ব্রিজের কাছে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
তিনি আরো বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কাটা দাগ এবং গলায় রশি লাগানো আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারপিটসহ শ্বাসরোধ করে হত্যার পর তার ব্যবহৃত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এটা পরিকল্পিত হত্যাকান্ড নাকি ছিনতাই করতে গিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস