বাংলা৭১নিউজ,নাটোর থেকে মোঃ মনজুর-ই-মওলা সাব্বির: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি ১৩তম মহিলা বিশ্ব ইজতেমা। যা সোমবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিন মাওলানা শফিকুল ইসলামের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিন দিনই ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকালে আখেরী মোনাজাত করবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা নাসির।
তিনি বলেন, দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোষ্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অন্যান্য বছরের মত এবারও ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষসহ পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন থাকবে।
বাংলা৭১নিউজ/এমএস