বাংলা৭১নিউজ,নাটোর: নাটোরে একটি শীতলা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর রাতে সদর উপজেলার ফুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে মণ্ডপ পরিদর্শন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানায়, গত শনিবার দিনব্যাপী শীতলা পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর থেকে ওই মণ্ডপে প্রতিমাটি সংরক্ষণ করা ছিল। বুধবার ভোরে স্থানীয়রা মণ্ডপের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিমাটি ভাঙচুর করা অবস্থায় উল্টে পরে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা ও ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝে মাঝে নাটোরে এমন ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন জোড়ালো কোনো পদক্ষেপ নেয়া হয় না। সে কারণে বার বার এমন ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইস