বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরের চারটি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়য়ন পেলেন যারা তারা হলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল আবারো মনোনয়ন পেয়েছেন। নাটোর-৩ (সিংড়া) আসনে সিংড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক আবারো মনোনয়ন পেয়েছেন। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস আবারো মনোনয়ন পেয়েছেন। নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
অন্যদিকে নাটোরের চারটি আসনে বিএনপি থেকে মনোনয়য়ন পেয়েছেন, নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনে কামরুন নাহার শিরিন ও তাইফুল ইসলাম টিপু, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিন ছবি। নাটোর-৩ (সিংড়া) আসনে দাউদার মাহমুদ ও আনোয়ার ইসলাম আনু। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আব্দুল আজিজ।
সোমবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির যেসব প্রার্থী নির্বাচন করবেন তাদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা শুরুর আগে বিএনপি মহাসচিব বলেন, আমরা সিনিয়রদের আসনগুলো বাকি রেখে একটি আসনে একাধিক প্রার্থী রেখেছি, যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন।
বাংলা৭১নিউজ/জেএস