বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের সমগ্র আম গাছের বাগান গুলোতে মুকুলের সমারোহ দেখা যাচ্ছে। চাষীরা এবার বাম্পার ফলন হওয়ার আশা করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা, বাসুদেবপর, খাজুরা, পিপরুল, মাধনগর ও ব্রক্ষপুর এলাকার অধিকাংশ আম গাছের বাগান গুলোতে এবার ব্যাপক মুকুল ফুটেছে। তবে কিছু কিছু আম বাগানে এনখও মুকুলের দেখা না হওয়ায় হতাশ হয়েছে অনেক চাষী। সোনাপাতিল গ্রামের আম চাষী পিন্টু জানান, যদি ভালভাবে আম জন্মাতে পারে আর আম গুলো যদি মোটামোটি বড় হওয়ার আগ পর্যন্ত এবার বৈরী আবহওয়ায় না পড়ে তাহলে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে।
তবে এখন আম চাষীরা পোকা মাকড়ের প্রাদুর্ভাবের হাত থেকে রক্ষা পেতে বালাইনাশক ব্যবহার করে আমের মুকুল পরিচর্যায় ব্যাস্ত সময় কাঠাচ্ছে। উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, আবহওয়া অনুকূলে থাকায় এবং পোকা মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় এখন পর্যন্ত মুকুলে কোন ক্ষতি হয়নি।
তবে মুকুলে ফুল ফোটার আগে ইমিডাক্লোত্রিড অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ¯েপ্র করার পরামর্শ দেয়া হয়েছে।
আর আমের গুটি মটরদানা আকৃতি হলে এ অবস্থায় কার্বারিল গ্রুপের কীটনাশক এবং ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ¯েপ্র করতে হবে। সেই সাথে আমের আকার বৃদ্ধির জন্য গানোফিক্স অথবা লিটোরেন জাতীয় গ্রোথ রেগুলেটার নিয়মনুযায়ী পানির সাথে মিশিয়ে গাছে ¯েপ্র করতে হবে।
তবে এ সময় আম গাছের চারায় পানি সেচ দিতে হবে। আর বেশি রোদ্রের সময় কীটনাশক ¯েপ্র না করার পরামর্শ চাষীদের।
এভাবে আবহওয়া ভাল থাকলে ও পরামর্শ গুলো মেনে চললে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।
বাংলা৭১নিউজ/জেএস