সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো

নাজমুস সাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘নাগরিক টিভি’ নাম দিয়ে কানাডা থেকে ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনাকারী নাজমুস সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার (১৮ জুন) চট্টগ্রাম শহরের চকবাজার থানায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলাম এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার পরিবারের সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে উল্লিখিত ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনায় তার এ মামলা রুজু হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ‘নাগরিক টিভি নামে ওই ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদের নামোল্লেখ করে বিনা অনুমতিতে তার ছবি সম্বলিত ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

‘অভিযুক্ত নাগরিক টিভি.ডটকম প্রকৃত অর্থে কোনো টিভি চ্যানেল নয়, একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লিখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ আসামি পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সম্পর্ক নেই বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রচার করেছে।’

এজাহারে ‘ভিডিওটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার করা হয়েছে জেনেও এটি লাইক, শেয়ার ও কমেন্ট করে আসামির একই হীন উদ্দেশ্যেসাধনে এইচএম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম, মো. হাজী হারুন রশিদসহ আরও অজ্ঞাতনামা অপরাধীকেও আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করার প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। এ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে আরও মামলা এবং লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টাকারী একটি মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের অভিযোগ আছে। তার স্থায়ী ঠিকানা ঢাকার বাসাবো ও গ্রামের বাড়ি রংপুর। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com