বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টুর ছেলে আবুল কাশেম (২০), গোমস্তাপুর উপজেলার নাদিরাবাদ গ্রামের মাইনুল হকের স্ত্রী সাবিনা বেগম (২৫) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরি গ্রামের মৃত বইনুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাচোল রেল ষ্টেশন থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করে।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস