বাংলা৭১নিউজ, মোঃ শহিদুল ইসলাম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উঠান বৈঠকে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চাইলেন সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। বৃহস্পতিবার উপজেলার নাচোল ইউপির দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে নাচোল ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামশুল আলম, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন সভাপতি ও রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, আলীনগর ইউনিয়ন সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নেজামপুর ইউনিয়ন সভাপতি আহম্মেদ আল-শহীদ জুয়েল ও সেক্রেটারি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব লীগ সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, সাবেক নাচোল উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি আব্দুল হালিম, নাচোল উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি উজ্জল আহম্মেদ, নাচোল পৌর ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস