শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাগরিক টিভির উদ্বোধনীতে বর্ণাঢ্য আয়োজন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করছে নাগরিক টিভি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম থেকে সন্ধ্যা সাতটায় নতুন এই টিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানের শিরোনাম ‘স্বপ্ন সীমাহীন’।

নাগরিক টিভির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ‘স্বপ্ন সীমাহীন’ অনুষ্ঠানে আজ ‘আনিসুল হক ফাউন্ডেশন’ ঘোষণা করা হবে। এই ফাউন্ডেশন থেকে প্রতিবছর নগর উন্নয়ন, শিক্ষা, মিডিয়া আর নতুন উদ্যোগে লক্ষ্যযোগ্য অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হবে।

যাঁদের হাত ধরে বাংলাদেশের টিভি মিডিয়া আজকের অবস্থানে এসেছে, তেমনি টিভি ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, ফেরদৌসী মজুমদার, মুস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দ আর আবদুল্লাহ আবু সায়ীদকে দেওয়া হবে ‘নাগরিক সম্মাননা’। তাঁদের সঙ্গে নিয়ে নাগরিক টিভির আনুষ্ঠানিক সম্প্রচার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আরও থাকবে প্রাচ্যনাটের নাটক। নাগরিক টিভির অনুষ্ঠানসূচির আদলে তৈরি হয়েছে এই পরিবেশনা। ভারতের কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর তত্ত্বাবধানে ১০০ জন শিল্পীর পরিবেশনায় থাকবে গণসংগীত।

গত শতকের পঞ্চাশ দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ১০টি উল্লেখযোগ্য গণসংগীত নিয়ে তৈরি হয়েছে এই পরিবেশনা। আরও থাকবে আরমিন মুসার পরিচালনায় রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। গানটিতে কণ্ঠ দেবেন এ সময়ের কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আনুষ্ঠানিক সম্প্রচার উদ্বোধনের পর প্রচার করা হবে চারটি ধারাবাহিক নাটক। এগুলো হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’, আনিসুল হকের লেখা ও আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’ আর মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।

এরপর নাগরিক টিভিতে পর্যায়ক্রমে প্রচার করা হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতা নিয়ে ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিজ ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্না এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণ নিয়ে গেম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ পরিচালিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’সহ বিভিন্ন অনুষ্ঠান।

এর আগে নাগরিক টিভির প্রধান নির্বাহী আবদুন নূর তুষার বলেন, ‘নাগরিক টিভি নিজেকে দেশের বর্তমান কোনো চ্যানেলকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। নাগরিক টিভির লড়াই বিদেশি আকাশ সংস্কৃতির সঙ্গে। দেশের একটি ভালো টিভি চ্যানেল হিসেবে আমরা দর্শকদের কাছে আসতে চাই। নাটক চলাকালে শুধু নাটকই দেখবেন। দর্শকদের কথা মাথায় রেখে নাটকে বিরতির পরিমাণও কম রাখা হচ্ছে।’

টিভি দর্শকদের চাহিদা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দর্শকেরা অন্য দেশের চ্যানেল দেখেন, কিন্তু পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটির সঙ্গে তাদের ভালোবাসা হয়। তাই নাগরিক টিভি আমাদের নিজেদের জীবনের গল্প নাটকে তুলে ধরেছে, যা দর্শক অবশ্যই গ্রহণ করবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com