বাংলা৭১নিউজ,(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসা নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাদের আমতলী উপজেলার গাজীপুর খাল থেকে নৌকাসহ আটক করা হয়।
আটক হওয়া সবাই বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ওই এলাকা পুরো লকডাউন করেছে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এত মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আমতলীর গাজীপুর বাজারের খাল থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনায় এসেছেন।
আটক সবাইকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান ওসি শাহ আলম।
বাংলা৭১নিউজ/এমআর