নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও সাতজন। জানা গেছে, গির্জাটিতে তারা খাবার খেতে গিয়েছিলেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
দেশটির রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার (২৮ মে) সকালে শত শত মানুষ গির্জাটিতে খাবার খেতে যায়। এসময় একটি গেট ভেঙে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, লোকজন খুব সকালে সেখানে ভিড় করতে শুরু করে। এসময় তারা অধৈর্য্য হয়ে ধাক্কা-ধাক্কি শুরু করে। এক পর্যায়ে পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ তদন্তের পাশাপশি ঘটনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ