বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আবু সাঈদ হত্যা মামলায় ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন ৪৬তম শিরোপা জিতে যা বললেন মেসি ডিসি নিয়োগে ঘুস লেনদেন নিয়ে খবরকে ‘ভুয়া’ বললেন জনপ্রশাসন সচিব বেনাপোল দিয়ে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬ পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা যাত্রীবাহী বাসে তল্লাশি, ১০ কোটি টাকার এলএসডি জব্দ ঢাকা থেকে উপকূলের ৬ রুটে নৌযান চলাচল বন্ধ এবার শামীম ওসমানের দেখা মিলল আমিরাতের শপিং সেন্টারে আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি: ফারুকী ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় ফের শুরু হচ্ছে আজ জাতিসংঘে ড. ইউনূসের সফল সফর, চিন্তায় নয়াদিল্লি ড্রোন হামলা, আগুন ছড়িয়ে পড়ল তেলআবিবে আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত যশোরে পুলিশের অভিযান, আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার

নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকার সেরা আইভরি কোস্ট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

শক্তিমত্তায় কেউ কারো থেকে পিছিয়ে ছিলো না। ফলে লড়াইটা হলো জমজমাট। তাতে ৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা জিতলো আইভরি কোস্ট। সবশেষে ২০১৫ সালে শিরোপা জিতেছিল দলটি। ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে আইভরি কোস্টের অলিম্পিক স্টেডিয়ামে উইলিয়াম ট্রোস্ট-ইকং নাইজেরিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্ক কিসের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। পরে জয়সূচক গোলটি করেন সেবাস্তিয়ান হলার।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমানে সমান আক্রমণ করে খেলতে থাকে। তাতে প্রথম আক্রমণ করে নাইজেরিয়া এবং গোল পেয়ে যায়। ৩৮তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ট্রোস্ট-ইকং। গোলরক্ষক লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। 

প্রথমার্ধে আর কেউ গোল করতে না পারায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নাইজেরিয়া। এই গোলের পর স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠেছিল আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবার মুখ। দুইবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাননি এই কিংবদন্তি। তাহলে কি আরেকবার? কিন্তু দ্বিতীয়ার্ধে সব শঙ্কা দূর করে দেয় আইভরি কোস্ট। 

৬২তম মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট। কর্নার থেকে বল পেয়ে হেড করেছিলেন ফ্রাঙ্ক কেসি। তার হেড ড্রপ খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে বোকা বানিয়ে খুঁজে নেয় জাল। স্বস্তি ফেরে আইভরি কোস্ট শিবিরে। ৭৫তম মিনিটে সতীর্থের হেড পাসে হলারের ওভারহেড কিক যায় পোস্টের বাইরে।

এরপর ৮১ মিনিটে জয়সূচক গোলটি পায় আইভরি কোস্ট। গোলমুখে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে দলকে এগিয়ে নেন হলার। শেষ দিকে নাইজেরিয়া চেষ্টা করলেও আর ব্যবধান কমানো যায়নি। শেষের বাঁশি বাজতেই শুরু হয় গ্যালারিতে আইভরি কোস্ট সমর্থকদের বাঁধনহারা উৎসব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com