বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক অযতœ-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে মূল্যবান পুস্তকগুলো ছিড়ে নিয়ে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করছে। বইগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা হলে সরকারের বিপুল অংকের অর্থ গচ্ছা যাবে।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, বিগত জানুয়ারি মাসে বই উৎসব করার পর বেঁচে যাওয়া বিপুল পরিমাণ পাঠ্যপুস্তক বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে মজুদ করে রাখা হয়। কিন্তু যথাযথভাবে সংরক্ষণ না করায় পাঠ্যপুস্তকগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামের মুল মঞ্চের পেছনে ছড়িয়ে ছিটিয়ে আছে বিপুল পরিমাণ পাঠ্য পুস্তক। ওই অডিটোরিয়ামে মাঝে মধ্যে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় পাঠপুস্তকগুলো অনেকেই টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেন। এছাড়াও দীর্ঘদিন স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে পাঠ্যপুস্তকগুলো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, এই পুস্তকগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। তিনি বইগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় সরকারের অর্থের অপচয়
হচ্ছে। শিগগিরই শিক্ষকরা বইগুলো রক্ষণাবেক্ষণের দাবী জানিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে বইগুলো সংরক্ষণ করা ছিল। কিন্তু ওই বিদ্যালয় ভবনটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তাই আমরা বইগুলো সাময়িক সময়ের জন্য মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামের মঞ্চের উপর রেখেছি। বিভিন্ন সময়ে যারা অনুষ্ঠান করেছে তারাই বইগুলোর এমন দশা করেছে।
এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, খুব দ্রুত বই গুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস