বাংলা৭১নিউজ,মোঃ কাওছার আহমেদ:
খোলা উর্মীল হাওয়ায় তোমার অশাসিত কেশ,
আছরে পরছে মরুভূমির বুকে নরম পালকের মত।
বজ্র কঠিন এ মরুভূমিতে যার অস্তিত্ব মৃন্ময়।
অভ্যাসের বিবর্ণ দেয়ালের দু-পাশে দুজন।
গতিপথ আজো ধোঁয়াশায়।
দুজনের দুটি বাহু ছুটে চলেছে অস্থির মন পানে।
জানি পথ চলা এখানেই থেমে যাবে।
অপ্রত্যাশিত আকাঙ্খারা ছুটে চলেছে দুর্বার গতিতে।
কখন যে পথ শেষ হয়ে গেছে
দুজনের যাত্রাপথ থেমে গেছে
একটি চৌরাস্তার মোড়ে খেয়াল করিনি কো,
কখন যে দুজনার দুটি পথ ৪৭ এর দেশ ভাগের মত আলাদা হয়ে গেছে
কিছুই বুঝে উঠিনি।
তবে আজো তুমি আমার অস্তিত্বে নির্ভর করো।
মনে পড়ে দিনের আলোর শেষে গোধুলী লগ্নে
রাত যত গভীর হয় যত নিঃশব্দ হতে থাকে
ঠিক ঘড়ির কাঁটার মত ততই তুমি আমার
ভিতরে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকো।
সামলে নিয়েছি আবার চলেছি একাই
তবে সাথে করে নিয়ে এসেছি
সেই মহুয়া মাতাল তোমার চুলের সুগন্ধি
আর মাংস মেশানো কিছু সিল্ক জামার ঘ্রান
বাংলা৭১নিউজ/সি এইস