বাংলা৭১নিউজ,(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৬২ বস্তা ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে মজুদকৃত এক হাজার ৮৬০ কেজি চাল জব্দ করা হয়। চালগুলো ঈদের আগেই দুস্থদের মাঝে বিতরণের কথা ছিল।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে ঈদুল আজহার পূর্বে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ৬২ বস্তা (১৮৬০ কেজি) ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে রাতে অভিযান পরিচালনা করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমইউ