বাংলা৭১নিউজ/জেএস পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌর এলাকার অধিকাংশ গভীর নলকুপ দিয়ে পানি না ওঠায় বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে পরেছে মানুষ। পটুয়াখালী পৌর এলাকায় এ পর্যন্ত পাঁচ শতাধিক গভীর নলকুপ রয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে অধিকাংশ গভীর নলকুপ দিয়ে পানি না ওঠায় ভোগান্তিতে পরেছে শত শত পরিবারের মানুষ।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে পৌরসভার প্রডাকশন গভীর নলকূপে পানি সরবরাহ না থাকায় অধিকাংশ গৃহস্থরা বিশেষ করে ভোগান্তিতে পরেছে রোজাদার মুসুল্লিরা। তারা বাসা বাড়িতে পানি সরবরাহ না থাকায় ওযু গোসল করতে না পেরে জামায়াতে নামায আদায় করতে পারেনি মুসুল্লিরা। তিতাস সিনেমা হলের মোড় এলাকার মুসুল্লি মোঃ হারুন ও মোঃ ইমাইল হোসেন জানায়, বাসা বাড়িতে ও এলাকার মসজিদে পানি সরবরাহ না থাকায় ওজু গোসল করে জোহরের নামায জামায়াতে আদায় করতে পারি নাই।
শহরের স্বনির্ভর সড়ক, নতুন বাজার, মুসলিমপাড়া, তিতাস সিনেমা হল মোড়, শিমুলবাগ এলাকাসহ শহরের অধিকাংশ এলাকায় টিউবওয়েল দিয়ে পানি না ওঠায় ও পানি সরবরাহ না থাকায় এসব এলাকার সর্বস্তরের মানুষ দারুনভাবে বোগান্তির শিকার হন।
পটুয়াখালী পৌরসভার পানি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশরী আনোয়ার সাদাত বলেন, আমি ঢাকা থেকে আসছ্ িপথে আছি, শুনেছি টিউবওয়ের দিয়ে পানি উঠছে না। পৌর শহরে এ পর্যন্ত ৫ শতাধিক টিউবওয়েল ও ১০টি গভীর নলকূপ রয়েছে। ৮টি নলকূপ সচল আছে ২টি নির্মাধীন আছে। পটুয়াখালী পাবলিক হেলথ এর নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল ইসলাম জানান, শহরে ১০টি গভীর নলকূপ চালু থাকার কারনে হ্যান্ড টিউবওয়েল সমূহে পানি উঠতে সমস্যা সৃস্টি হচ্ছে।
পটুয়াখালী পৌর সভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম দেশের বাইরে সরকারী সফরে থাকায় তার বক্তব্য পাওয়া যাচ্ছে না। এলাকার সচেতন মহলের ধারনা পানির স্তর নীচে নেমে যাওয়ার কারনে টিউবওয়েল দিয়ে পানি উঠছে না।
বাংলা৭১নিউজ/জেএস