শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার বর্ধিত সভায় তিনি এ কথা জানান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেয়া হচ্ছে, এমন প্রশ্ন করেন ১৪ দলীয় জোটের এই মুখপাত্র। তিনি সন্তানরা কী করছে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখারও পরামর্শ দেন।

নাসিম বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই একটি গোষ্ঠী ইসলামের নামে এসব সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তিনি আরো বলেন, ‘গুলশানে হামলাকারীদের দু’জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলির মধ্যে নিহত সন্দেহভাজন যুবকও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

মন্ত্রী বলেন, ‘ওখানে কী শিক্ষা দেয়া হচ্ছে, কি লেখাপড়া শেখানো হচ্ছে? খুন করার শিক্ষা দেয়া হচ্ছে।এটির বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ ধর্মের নাম ব্যবহার করে হত্যাকা-ের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘টুপি-পাঞ্জাবী পড়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম? ধর্মের নাম দিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রত্যেকটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করুন। তবে কমিটি যেন আওয়ামী লীগের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওখানে মসজিদের ইমাম, পাশের স্কুলের শিক্ষকসহ সর্বসাধারণের কমিটি করতে হবে।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘গুলশানের ও শোলাকিয়ার হত্যাকান্ড আন্তর্জাতিক সমস্যা হয়ে থাকলে এটা আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। আর যদি আমাদের জাতীয় সমস্যা হয়ে থাকে, জাতীয়ভাবেই সমাধান করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা বারবার পরাজিত হয়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে জঙ্গি হামলা, গুপ্তহত্যা করছে। এরা অন্য কেউ না, এরা আমাদের দেশীয় শত্রু।’ গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলায় বিদেশী নাগরিকসহ ২০ জন নিহত হন। এ ছাড়া ৬ জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। নিহত জঙ্গিদের মধ্যে দু’জন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার ঘট্না ঘটে। এতে দুই পুলিশ সদস্য, একজন জঙ্গি ও এক পথচারী নারী নিহত হন। হামলাকারীদের মধ্যে আবির রায়হান নামে একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আগামীকাল সোমাবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের জঙ্গি ও মৌলবাদবিরোধী সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ প্রমুখ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com