বাংলা৭১নিউজ, নরসিংদী: নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ বিকেল ৪টায় র্যাব-১১ এর একটি দল ও পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। লিবিয়া প্রবাসী বাড়ির মালিক মাঈন উদ্দীন নরসিংদীর রায়পুরা থানার হাইরমারা এলাকার বাসিন্দা। তবে তার পরিবারের কেউ এ বাড়িতে থাকেন না। তারা গ্রামে থাকেন। কেয়ারটেকারের মাধ্যমে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা।
জানা যায়, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা। বাড়িটির নিচতলার কাজ শেষ হলে তাদেরকে ভাড়া দেওয়া হয়।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অভিযানটি র্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।
বাংলা৭১নিউজ/এম