বাংলা৭১নিউজ, ডেস্ক: নরওয়ের দক্ষিণাঞ্চলে বজ্রপাতে তিনশ’র বেশি বলগা হরিণ মারা গেছে। নরওয়ে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, এত বড় ঘটনা এর আগে ঘটেনি। খবর ডন নিউজ।
নরওয়ের জাতীয় উদ্যান হারদানজারভিড্ডা মালভূমিতে শুক্রবার ৭০টি শাবকসহ ৩২৩টি হরিণ মৃত অবস্থায় দেখতে পায় একজন বনরক্ষী। ইউরোপের সবচেয়ে বেশি বন্য বলগা হরিণ এখানেই বসবাস করে।
স্থানীয় টেলিভশন চ্যানেলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রচুর সংখ্যক হরিণ একটি জায়গায় মরে পড়ে আছে।
নরওয়ের পরিবেশ সংস্থার কর্মকর্তা কাজার্তান নাটসেন জানান, শুক্রবার খুব ভয়াবহ ঝড় শুরু হয়েছিল। খারাপ আবহাওয়ায় সাধারণত প্রাণিরা একসঙ্গে থাকে। বজ্রপাতে সবগুলো হরিণ মারা গেছে। হরিণরা সামাজিক প্রাণি। এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে।
নাটসেন আরও জানান, এটি একটি অস্বাভাবিক ঘটনা। এর আগে একসঙ্গে এত হরিণ মৃত্যুর ঘটনা তিনি দেখেননি বলে জানান।
বিশেষজ্ঞদের মতে, নরওয়েতে ২৫ হাজার বন্য তুন্দ্রা হরিণ রয়েছে। নরওয়ের দক্ষিণাঞ্চলে পাহাড়ি এলাকায় তাদের বসবাস।
বাংলা৭১নিউজ/সিএইস