বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে ১জুলাই অনুষ্ঠিতব্য নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে নবীনবরণকে সামনে রেখে ছাত্রলীগের একটি গ্রুপের সহযোগীতায় প্রিন্সিপ্যালের নেতৃত্বে ব্যপক আয়োজনের প্রস্তুুতি চলছে। অপরদিকে ছাত্রলীগের আরেকটি গ্রুপ প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদারের অপসারণের দাবিতে আন্দোলন কর্মসূচী পালন করছে। উভয় গ্রুপের নেপথ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। ফলে এ রকম পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ১জুলাই শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি’র সাংগঠণিক সম্পাদক আলহাজ্জ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নের্তৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও স্থানীয় এমপি এ,এম, নাঈমূর রহমান দূজয়ের নাম অতিথি’র তালিকায় নেই। এতে এমপি’র সমর্থক নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমতবস্থায় প্রিন্সিপ্যালের অপসারণ দাবিতে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের পর স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। কলেজ ছাত্রলীগে’র সভাপতি সবজাল হোসেন টিপুর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা রবিউস সানি, রিজভি আহম্মেদ রিয়াদ, শিমুল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে অবিলম্বে প্রিন্সিপ্যালের অপসারণ দাবি জানান। গত মাসে এ ঘটনা ঘটার পর অব্যাহত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। প্রিন্সিপ্যালকে দ্রুত অপসারণ করা না হলে অচিরেই কঠোর আন্দোলন কর্মসূচী দেয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এদিকে প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে বুধবার কলেজ সভাকক্ষে শিক্ষক-কর্মচারী, জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগ নের্তৃবৃন্দের উপস্থিতিতে নবীনবরণ সফল করার উেেদ্দশ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম-সম্পাদক দেবাশীষ ঘোষ জয়, কলেজ ছাত্রলীগের সহসভাপতি শাওন আহম্মেদ, সাধারণ সম্পাদক রবিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে কলেজ প্রিন্সিপ্যাল ড. বাসুদেব কুমার দে শিকদার বলেন, ছাত্রলীগের একটি গ্রুপ আমাকে হেয় পতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। ১জুলাই কলেজে’র নবীনবরণ অনুষ্ঠানকে বানচাল করার পাঁয়তারা করছে তারা। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কলেজ উন্নয়নের স¦ার্থে অনুষ্ঠানকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কতিপয় কয়েকজন বিছিন্নভাবে বিরোধীতা করলেও অনুষ্ঠান সফল হবে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস