রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শেয়ারবাজারে সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে: আ স ম রব স্বৈরাচারের সহযোগী দলগুলোকে ১০ বছর রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছি: ডিএমপি কমিশনার ইউক্রেনে মেডিকেল সেন্টারে রাশিয়ার হামলা, নিহত ৬ পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ালো না প্রশাসনে আ. লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : রিজভী ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৬৩৩ মামলা, জরিমানা ২৩ লাখ বেপরোয়া গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় আটক পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর বিদেশি বিনিয়োগ টানতে উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরির পরামর্শ আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারে ‘অজনা কারণে’ পেশাগত সনদ পাননি ৩ হাজারেরও বেশি নার্স চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আজও আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন

নবীজি (সা.) যে জিকির বেশি করতে বলেছেন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩১ বার পড়া হয়েছে

জিকির ইসলামের অন্যতম ইবাদত। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জিকিরের নির্দেশ প্রদান করা হয়েছে। জিকির তথা আল্লাহর স্মরণে মুমিন হৃদয় প্রশান্ত হয়। জিকিরে কারণে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে।

জিকিরের মাধ্যমে অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টি। দিল থেকে দূর হয় যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি। এটি শয়তানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে। শয়তানের শক্তিকে রুখে দেয়।

হাদিসে বেশ কিছু জিকিরের কথা বর্ণিত হয়েছে। তন্মধ্যে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ অন্যতম। এই জিকিরের যেমন আছে মর্যাদা,  তেমনি আছে কিছু শিক্ষণীয় দিক। নিম্নে তা তুল ধরা হলো—

একাত্ববাদের স্বীকারোক্তি : এতে রয়েছে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি। এই জিকির যে পাঠ করবে সে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ তাআলা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনিই দোজাহানের প্রতিপালক। সব কিছু তাঁর হুকুমেই হয়। দুনিয়ার সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি মহাক্ষমতাবান। মহামহিম ও শক্তিধর।

নবীজির অসিয়ত : রাসুল (সা.) অনেক সাহাবিকে এই জিকির পাঠ করার জন্য আদেশ দিয়েছেন। যেমন—আবু জর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘‘আমাকে রাসুল (সা.) সাতটি জিনিসের উপদেশ দিয়েছেন। তন্মধ্যে একটি হলো আমি যেন বেশি বেশি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। ’ কারণ এটি জান্নাতের খনি। ’’

(মুসনাদে আহমাদ, হাদিস : ২১৪১৫)

জান্নাতের খনি : এটি জান্নাতের খনি। হাজেম ইবনু হারমালা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘একদা আমি রাসুল (সা.)-এর সঙ্গে পথ চলছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে হাজেম! তুমি বেশি বেশি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়ো। কারণ এটি জান্নাতের খনি। ’ (সহিহুিল জামে লিল আলবানি, হাদিস : ৭৯০৭)

আল্লাহর সত্যায়ন : আল্লাহ তাআলা যাকে সত্যায়ন করেন তার জন্য রয়েছে ভরপুর কল্যাণ। তার জন্য রয়েছে কল্যাণ ও মঙ্গলের সুসংবাদ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলা তাকে সত্যায়ন করেন। আর তিনি বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাই নেই আর আমি এক ও অদ্বিতীয়। আর বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। ’ (ইবনু মাজাহ, হাদিস : ৩০৭৬)

শয়তান থেকে রক্ষা : আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘‘রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে—তখন তাকে বলা হয়, তোমাকে সঠিক পথের দিশা দেওয়া হলো, তোমাকে যথেষ্টতা দান করা হলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো। এবং শয়তান থেকে রক্ষা করা হলো। ’’

(তিরমিজি, হাদিস : ৩৪২৬)

পাপ মার্জনাকারী : আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো বান্দা ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে তাহলে সব গুনাহ মাফ হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।

(মুসনাদু আহমাদ, হাদিস : ৬৪৭৯)

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com