বুধবার, ০৮ মে ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে আমি নেগোশিয়েট করবো মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু সুনামগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০ অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না জরিপ চলছে ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে: রাশিয়া টুঙ্গীপাড়ায় প্রিসাইডিং কর্মকর্তাদের সামনেই সিল মারার হিড়িক ইসরাইলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র ভৈরবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ: ইসি ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে শত শত শহর তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’

নবাব আব্দুল লতিফের বাড়ি সংরক্ষণ করে মিউজিয়াম করার দাবী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৮৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: বাঙ্গালী শিক্ষা জাগরণের অগ্রপথিক নবাব আব্দুল লতিফের ভিটা বাড়ি সংরক্ষণ করে তাঁর স্মৃতি রক্ষায় মিউজিয়াম স্থাপনের দাবী জানানো হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নবাব আব্দুল লতিফের ভিটাবাড়ি পরিদর্শনে গিয়ে উপস্থিত বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের মাধ্যমে এ দাবী জানায় “নবাব আব্দুল লতিফ গবেষণা ফাউন্ডেশন”।

জানাগেছে, আগামী ১০ জুলাই নবাব আব্দুল লতিফের মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে “নবাব আব্দুল লতিফ গবেষণা ফাউন্ডেশন” গৃহিত কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে সংগঠনটির সদস্যরা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নিয়ে নবাব আব্দুল লতিফের ভিটেবাড়ী পরিদর্শনে যান। বাড়ী পরিদর্শনকালে ক্রমেই নবাবের ভু-সম্পত্তি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এসময় সরকারীভাবে নবাবের ভিটেমাটি সংরক্ষণ ও সেখানে নবাবের স্মৃতি রক্ষায় একটি মিউজিয়াম স্থাপনের দাবী জানিয়ে সংগঠনের আহ্বায়ক ডা. এম এ জলিল বলেন, পিছিয়ে পড়া গোষ্ঠিকে ইংরেজি শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করে আলোর মুখ দেখিয়েছেন নবাব আব্দুল লতিফ। এই আলোকিত মানুষটির শেষ স্মৃতিটুকু রক্ষায় অবশিষ্ট থাকা ভুমি ও বাড়ির ধ্বংসাবশেষ প্রতœতত্ব বিভাগের মাধ্যমে সংরক্ষণ করে মিউজিয়াম ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রশাসনের নিকট দাবী জানান তিনি। এসময় বিষয়টি নিয়ে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

পরে তিনি জানান, অবিলম্বে ভুমি অফিসের রেকর্ডপত্র দেখে জায়গার সঠিক অবস্থা বুঝে ব্যাবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মফিজ ইমাম মিলন, সদস্য সচিব মো. মনিরুল ইসলাম, কবি ও সাংবাদিক আমির চারু, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শরীফ শাহীনুর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com