বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: ক্ষুর্ধাত কুকুরের খাবারের জন্য খিচুড়ী রান্না করে খাবার দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান । উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, জনভোটে নির্বাচিত জন প্রতিনিধি দেশের এই ক্লান্তিলগ্নে উপজেলা বাসির সাথে থাকা আমার নৈতিক দায়িত্ব এছাড়াও প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি জনপ্রতিনিধি যেন জনগনের সমস্যায় পাশে দাঁড়ায়।
এ কারণেই আমি সরকারি ভাবে কোন বরাদ্দ না পেলেও ব্যাক্তিগত অর্থায়নে উপজেলাবাসীর সহায়তায় কাজ করে যাচ্ছি। মানুষের খাবারের পাশাপাশি কুকুরের খাবার দিতে সাধ্যমত চেষ্টা করছি। উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ রজব আলী জানান, একটি মানুষ কতখানি বিবেকবান হলে কুকুরের খাবারের ব্যবস্থা করতে পারেন এমন উদ্দোগ প্রশংসার দাবিদার।
দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলীগ নেতা মোঃ একরামুল হক জানান, নিজস্ব অর্থয়নে উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় , কর্মহীন , মেহনতী , দুস্থ মানুষদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে এসে আবার রাতে কুকুরের খাবার দেওয়ায় তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলা৭১নিউজ/এফআর