বাংলা৭১নিউজ, ঢাকা: সাংবাদিক নেতৃবৃন্দ আজ সোমবার এক মতবিনিময় সভায় অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় আগামী ৩০ জুলাই থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ নিউজপেপার মিডিয়া কম্পিউটার এমপ্লয়িজ এসোসিয়েশন ও বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের রুটি-রুজি, মর্যাদা ও নিরাপত্তার মূল বাধা হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দায়ী করেন।
নেতৃবৃন্দ আগামী ৩০ জুলাই সচিবালয়ের গেটে অবস্থান কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, সেদিন গণমাধ্যমে কর্মরতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
২৭ জুলাই বৃহস্পতিবার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
৩০ জুলাইয়ের কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ইউনিয়ন কার্যালয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/বিএইচ