বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলা বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার।
তিনি বলেন, উৎসব উদযাপনে কোনো ধরনের অসুবিধা হবে না। পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের উদ্দেশ্য সফল হবে না।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ‘প্রপাগান্ডা’ ছড়ালে তাতেও নিরাপত্তা বাহিনীর নজর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এস.এম