বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিশেষ ডুডল প্র্রকাশ করেছে গুগল। ডুডলটিতে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল।
চারুকলা অনুষদ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার আদলে সাজানো হয়েছে ডুডলটি। এতে শোভা পেয়েছে সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা।
বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশা প্রকাশ করে গুগল। একে ডুডল বলা হয়।
বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। শুরু থেকেই চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। তখন এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ১৯৯৬ সালে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালের নভেম্বর মাসে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যেরর তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে হওয়া এ শোভাযাত্রা।
বাংলা৭১নিউজ/এস.এম