বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা) পেয়েছেন ৬৯১৮ ভোট।
ফলাফলের এ তথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় প্রাপ্ত তথ্যে জানা যায়, বুড়ইল ইউনিয়নের নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ভবেশ চন্দ্র সরকার (ঘোড়া প্রতীক) ৩৯২৯, আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন মন্ডল (নৌকা) ১৮৩৬, স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক (মোটরসাইকেল) ৪৮৩ এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন হিমেল (আনারস) ২৪৯ ভোট পেয়েছেন।
সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দেন।
ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬ জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০ জন। ২৪ হাজার ৬৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে চারটি ইউনিয়নে ২০২১ সালের ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাজন জটিলতায় বুড়ইল ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ