বাংলা৭১নিউজ,ঢাকা: নতুন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দপ্তরে স্বাগত জানাতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন বিদায়ী মন্ত্রী আমির হোসেন আমু। আর তার পরামর্শেই কাজ করার ঘোষণা দিয়েছেন নতুন মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে যোগ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান হুমায়ুন। নরসিংদী-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আগামী দিনে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থানের প্রতিফলন দেখা যাবে। কোনো অবস্থায়ই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
বিদায়ী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে শিল্প মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
‘নতুন মন্ত্রীর নেতৃত্বে শিল্প মন্ত্রণালয়ের অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত হবে এবং প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে শিল্পখাতে গুণগত পরিবর্তন আসবে।’
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মোহাম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠানের শুরুতে নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
বাংলা৭১নিউজ/জেড এইচ