বাংলা৭১নিউজ,ঢাকা: ২০১৯ সালের জানুয়ারি মাসে নতুন মোটরসাইকেল বাজারে আনছে ইয়ামাহা। ২১ জানুয়ারি এটি বাজারে আসার কথা রয়েছে। তবে এই মোটরসাইকেল সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি জাপানের বিখ্যাত টু হুইলার। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে জানুয়ারিতে এফজেড-এফআই মডেলটি বাজার ছাড়া হবে।
২০১৪ সালে শেষ আপডেট হয়েছে এফজেড সিরিজ। তাই আগামী মাসে ইয়ামাহা এফজেড-এফ ভার্সনটি অবমুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন জেনারেশনের এফজেডে থাকছে একাধিক নতুন ফিচার। এতে থাকতে পারে এবিএস এবং এলইডি হেডল্যাম্প।
নতুন এফজেডে থাকছে নতুন ডিজাইনের তেলের ট্যাঙ্ক। আগের থেকে একটু বড় হবে ট্যাঙ্ক। আগে এই মোটরসাইকেলে স্টেপ আপ সিট থাকলেও নতুন ভার্সনে থাকছে সিঙ্গেল সিট।
মোটরসাইকেলের পেছনে নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। এতে যোগ হয়েছে এলইডি টেল ল্যাম্প। সঙ্গে থাকছে ১০টি স্পোকের অ্যালয় হুইল রিম।
প্রিমিয়াম সেগমেন্টে বাইকটি বাজারে আসবে।
বাংলা৭১নিউজ/এসএস