বাংলা৭১নিউজ,ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন মডেল বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলো আইসিসি। ৯-৩ ফরম্যাটের দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের অনুমোদন দিয়েছে সংস্থাটির নির্বাহী পরিষদ।
এর ফলে বাংলাদেশসহ টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ নয়টি দল প্রতি দুই বছরে একটি করে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। আর দশম দল জিম্বাবুয়ে, ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
এর আগে বিগ-থ্রি প্রক্রিয়ায় আটটি দেশকে প্রথম স্তরে রেখে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশসহ আইসিসির অধিকাংশ সদস্য দেশ বিপক্ষে মত দিলে পরিবর্তিত রূপে টেস্ট ক্রিকেট কাঠামো অনুমোদিত হয়।
এতে করে বেশী বেশী টেস্ট খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/ এসএইস