মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

নতুন করে ভোটের কথা বলা হাস্যকর: শোভন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভিপি পদপ্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘নতুন করে ভোটের কথা বলা হাস্যকর।’ তিনি আরো বলেন, ‘এটি সম্পূর্ণ অযৌক্তিক।’

আজ সোমবার মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ছাত্রলীগ নেতা শোভন। ডাকসু নির্বাচন ছাত্রলীগ ছাড়া অন্যসব সংগঠন বর্জনের ঘোষণা দিয়েছে। ওইসব সংগঠন নির্বাচন বাতিল করে পুনরায় করার দাবি জানিয়েছে।

রেজওয়ানুল হক বলেন, ‘কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পাওয়া গেছে সেই ব্যালটের সাথে হলের ব্যালটের মিল নাই। প্রভোস্টের সাইনেরও খোলা ব্যালটের মিল নেই। দীর্ঘ ২৮ বছর পর যে নির্বাচন হচ্ছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এ কাজটি করেছে।’

ভোট বাতিল প্রসঙ্গে রেজওয়ানুল বলেন, ‘সম্পূর্ণ অযৌক্তিক। মাত্র দুইটি হলে ঘটনা ঘটেছে। রোকেয়া হলে ভোটকেন্দ্রে হয়নি।’ তিনি বলেন, ‘গতকাল সব সংগঠন একত্রিত হয়ে কাজটি করবে তা অনুমান করতে পেরেছিলাম। তারই ফলশ্রুতিতে আজকের এ ঘটনা।’

ডাকসুর জি এস প্রার্থী ছাত্রলীগের গোলাম রাব্বানী বলেন, ‘আমরা চেয়েছি শতভাগ ভোট কাস্ট হোক। প্রতিটি হলে পর্যাপ্ত বুথের কথা আমরা বলেছিলাম। সেটা হয়েছেও।’ তিনি বলেন, ‘আমরা আন্তরিক, যেন সবাই ভোট দিতে পারে।’

রাব্বানী বলেন, ‘সবাই দেখেছে রোকেয়া হলে কীভাবে দরজা ভেঙে শিক্ষককে লাঞ্ছিত করে কীভাবে নিয়ে এসেছে ব্যালট।’

কুয়েত-মৈত্রী হলে পাওয়া ব্যালট প্রসঙ্গে রাব্বানী বলেন, ‘ওইটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সাথে মিল নেই। ক্রসেরও মিল নেই। ষড়যন্ত্রেরই একটা অংশ। নাটকটি সুন্দর করে মঞ্চস্থ করা হয়েছিল। শিক্ষার্থীদের দ্বারা গণ প্রত্যাখ্যানের আন্দাজ করতে পেরে লজ্জার হাত থেকে বাঁচার জন্য সেফ এক্সিট খুঁজছিল তারা।’

রাব্বানী বলেন, ‘অবশ্যই ভোট সুষ্ঠু হয়েছে মনে করছি।  ছাত্রলীগকে ঠেকানোর জন্য সবাই এক হবে, এটা সহজেই অনুমেয়।’ তিনি বলেন, ‘রোকেয়া হলে সবাই লাইন ধরে ভোট দিচ্ছিল। যখন দেখল ছাত্রলীগের স্লিপ সবাই ভালোবেসে গ্রহণ করছে এটা দেখেই তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারা এ ধরনের একটি অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com