বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধিঃ নোয়াখালীতে একদিনে নতুন করে আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১০১ জন ও মৃত্যু হয়েছে ৩০ জনের। বুধবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ৭ ও ৮ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ৯ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
এদিকে নোয়াখালীতে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। জেলা প্রশাসন ৯ জুন থেকে আগামী ২৩ জুন পর্যন্ত লকডাউনে ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
আজ সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে। উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ ও সেনাবাহিনী। শহরে কেউ ঢুকতে পারছে না, শহর থেকে বের হতে পারছে না। ফলে ঘরে ঘরে মানুষ অবস্থান নিয়েছেন। বাজার-ঘাট সব বন্ধ রয়েছে। পুরো দুই উপজেলা এখন জনমানবশূন্য হয়ে পড়েছে। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে। লকডাউন সফল করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এমএইচ