বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালমের তিনজন সিনিয়র অধ্যাপককে ভর্তির পরীক্ষা প্রশ্নাবলী প্রস্তুত করায় গাফিলতির জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব হোসেন, অধ্যাপক বিজয় ভূষণ দাস এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হুদাকে এই কমিটি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিন্ডিকেট প্রমাণ পেয়েছে ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ইংরেজি বিষয়ের ৪৯টি প্রশ্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে।
গত বছর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি ৪৯টি প্রশ্ন হুবহু মিলে যাওয়ায় ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করেন যে, তিনজন শিক্ষক ভর্তিচ্ছুদের একটি বিভাগের সুবিধা দিতে প্রশ্ন প্রণয়নে গাফিলতি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য জানান, এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রশ্নপত্র নিয়ে আরও কোনো অভিযোগ প্রমাণিত হলে তিন শিক্ষক তাদের চাকরিও হারাতে পারেন।
বাংলা৭১নিউজ/সিএইস