বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার নগরকান্দা-সালথা উপজেলায় নৌকার মাঝি কে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে? এ আসন থেকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ বছর ধরে নির্বাচন করে আসছে।
আগামী একাদশ জাতীয় নির্বাচনে স্বাস্থ্যগত কারণে নির্বাচন নাও করতে পারেন সৈয়দা সাজেদা চৌধুরী।
এ নিয়ে আতংক ও হতাশার মধ্যে আছে নগরকান্দা ও সালথা উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা।
গুঞ্জন শোনা যাচ্ছে, নগরকান্দা সালথা আসনে তৃতীয় নেতার আর্বিভাব হতে পারে। সেই নেতা নগরকান্দা সালথার বাসিন্দা নন। এ কারণে ক্ষুব্ধ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে নগরকান্দা সালথার একাধিক নেতাকর্মীরা জানান, নগরকান্দা-সালথা আসনে যাকেই নৌকার মাঝি বানাবে আমরা তাকেই মেনে নিব। তবে সেই নেতা নগরকান্দা-সালথার বাসিন্দা হতে হবে।
অন্য উপজেলা বা জেলা থেকে কোনো নেতাকে এ আসনে মনোনয়ন দিলে আমরা কিছুতেই মেনে নেব না। যদি এ আসন থেকে অন্য জেলা উপজেলার নেতাকে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ভোট দেওয়া থেকে বিরত থাকবো।
বাংলা৭১নিউজ/জেএস