সোমবার, ০৬ মে ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

নওয়াজের সুপারিশ শাহবাজ শরীফ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: শাহবাজ শরীফই হতে পারেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন নওয়াজ শরীফ। এরপরই আলোচনা শুরু হয়Ñ কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে, নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে। প্রকৃতপক্ষে দল থেকে এখনও শাহবাজ শরীফকে মনোনয়ন দেয়া হয় নি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন-এর অনলাইন সংস্করণে বলা হয়েছে, নওয়াজ শরীফকে শুক্রবার অযোগ্য ঘোষণার পর দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। সেখানে নওয়াজ শরীফ তার ছোট ভাই শাহবাজ শরীফকে নতুন প্রধানমন্ত্রী পদে সুপারিশ করেন। তার এ প্রস্তাবে বৈঠকে উপস্থিত কেউই দ্বিমত প্রকাশ করেন নি। উল্টো তারা নওয়াজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নি পিএমএলএন বা পদস্থ কোনো কর্মকর্তা। তবে নওয়াজ ক্ষমতা হারালেও দলে থাকবে তার একক আধিপত্য। তিনি যে সিদ্ধান্ত নেবেন পুরো দল তা মেনে নেবেÑ এমনটাই বলা হচ্ছে মিডিয়ায়। তাই ধরে নেয়া যায়, শাহবাজ শরীফই মনোনয়ন পেতে যাচ্ছেন। তিনি বা অন্য যাকেই মনোনয়ন দেয়া হোক তাকে জাতীয় পরিষদের ভোটে পাস হতে হবে। এক্ষেত্রে পিএমএলএন যাকেই মনোনয়ন দিক না কেন, তিনিই নির্বাচিত হবেন। কারণ, পাকিস্তানের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে পিএমএলএনের। ওই বৈঠকে উপস্থিত পিএমএলএনের সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে ডন। ওদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও নওয়াজের ছোট ভাই শাহবাজকে যদি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দেয়া হয় তাহলে শরীফ পরিবারের ঘাঁটি যে পাঞ্জাব তা তাদের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা ছিল নওয়াজের মধ্যে। কে পাঞ্জাবে তাদের শরীফ পরিবারের মশাল জ্বালিয়ে রাখবেন তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। এ সময় বৈঠকে উপস্থিত নেতারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজের নাম প্রস্তাব করেন সম্ভাব্য প্রার্থী হিসেবে। কিন্তু তাদের এ সাজেশনে খুব কম আগ্রহই দেখিয়েছেন নওয়াহ। তিনি তাদের প্রস্তাবে রাজিও হন নি। আবার প্রস্তাব বাতিলও করে দেন নি। এ অবস্থায় অনলাইন ডন বলছে, প্রধানমন্ত্রী পদে কে মনোনয়ন পাচ্ছেন তা এখনও চূড়ান্ত নয়। তবে আলোচনায় রয়েছেন শাহবাজ শরীফ ছাড়াও অনেকে। তার মধ্যে অন্যতম হলেন জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী শাহিদ খাকান আব্বাসী, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল ও বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগির খান। আপাতত নওয়াজবিহীন পাকিস্তানে প্রথম ৪৫ দিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কেউ একজন। কে তিনি তাও নিশ্চিত নয়। তার দায়িত্ব শেষে, অর্থাৎ ৪৫ দিন পরে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। আলোচিতদের মধ্যে স্পিকার আয়াজ সাদিক লাহোর থেকে নির্বাচিত হয়েছেন ১২২ নম্বর আসনে। তিনি ২০১৩ সালের নির্বাচনে পরাজিত করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সেই ইমরান খানকে ক্ষেপিয়ে তুলতে তাই আয়াজ সাদিককে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন নওয়াজ। কারণ, পানামাগেট কেলেঙ্কারিতে শরীফ পরিবারের বিরুদ্ধে যে মামলা তার অগ্রভাগে ছিলেন ইমরান খান। ওদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশের বেসামরিক ইস্যুতে নিজেদের জড়িত করা সহ বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনীর তীব্র সমালোচক। তিনি নির্বাচিত হয়েছেন শিয়ালকোট থেকে। পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী শাহিদ খাকান আব্বাসী হলেন নওয়াজ শরীফের অত্যন্ত ঘনিষ্ঠদের অন্যতম। ১৯৯৯ সালে সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক পারভেজ মোশাররফ প্রধানমন্ত্রী পদ থেকে উৎখাত করেন নওয়াজকে। সেই সামরিক অভ্যুত্থানের পর নওয়াজ শরীফ সহ অন্য যাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে আব্বাসী অন্যতম। তিনি নির্বাচিত হয়েছেন মুরি থেকে। ১৯৮৮ সাল থেকে পিএমএলএনের সদস্য ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আহসান ইকবাল। তাকেও নওয়াজ শরীফের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com