বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে টেলিফোনে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া, ব্রিটেনে চিকিৎসাধীন নওয়াজের আরোগ্যও কামনা করেছেন তিনি।
পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে নওয়াজকে ফোন করেছিলেন মোদি। এ সময়ে মোদি নওয়াজের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, পাকিস্তান-ভারতের মধ্যে নাজুক কূটনৈতিক সম্পর্ক বিরাজ করা সত্ত্বেও নওয়াজ-মোদির মধ্যে যোগাযোগ বজায় রয়েছে তা এ টেলিফোনের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে।
৬৬ বছর বয়সী নওয়াজের মে মাসে লন্ডনের একটি হাসপাতালে সফল ওপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গত পাঁচ বছরে এ নিয়ে নওয়াজের দ্বিতীয় দফা ওপেন হার্ট সার্জারি হলো।
অন্যদিকে নওয়াজকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। কয়েকটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের কোনো কোনো সংবাদ পত্র এ খবর দিয়েছে। ইংল্যান্ডে দীর্ঘ চিকিৎসার পর পাক প্রধানমন্ত্রী চলতি মাসের ৯ তারিখে দেশে ফিরবেন বলে এতে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে