বাংলা৭১নিউজ,নওগাঁ : নওগাঁ জেলায় চলতি রবি মওসুমে মোট ৭ হাজার ৩শ ৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ভুট্টা থেকে মাছ এবং গবাদিপশুর খাদ্য এবং জ্বালানিসহ বহুমুখী ব্যবহারের কারণে লাভজনক হওয়ায় এ জেলার কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন।
সুত্রমতে জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক ভুট্টা আবাদের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২৩৫ হেক্টর। রানীনগর উপজেলায় ৫৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ৫ হাজার ৪শ ৭৫ হেক্টর। বদলগাছি উপজেলায় ৭০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৮৫ হেক্টর। পতœীতলা উপজেলায় ৩৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৪০০ হেক্টর। সাপাহার উপজেলায় ১০ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হেক্টর, মান্দা উপজেলায় ৪শ ৭৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর।
উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৬৪ হাজার ৫শ ৯ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন সেচ ও সারের স্বল্প ব্যবহার, কম পরিশ্রম অথচ অধিক ফলন হওয়ায় লাভজনক বিধায় কৃষকরা ভুটচাষের দিকে ঝুঁকছেন।
বর্তমান বাজারে প্রতি কেজি ভুট্টা কমপক্ষে ১৫ টাকা কে জি হিসেবে বিক্রি হচ্ছে। সেই হিসেবে ১ মেট্রিক টন ভুট্টার মূল্য১৫ হাজার টাকা। ফলে এ বছর উৎপাদিত ভুট্টার বাজার মূুল্য পাওয়া যাবে ৯৬ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার টাকা।
বাংলা৭১নিউজ/সি এইস