নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।
সোমবার (৫ জুন) দুপুরে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) সুপার জয়ব্রত পাল।
তিনি জানান, দুপুর ১টা ১৫ মিনিটে নওগাঁগামী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন দুইজন। সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ