বাংলা৭১নিউজ, নওগাঁ প্রতিনিধি:
বুধবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
পুলিশ এদের ডাকাত দলের সদস্য বলে দাবি করছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার রাত ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজারের কাছে সড়কে পুলিশের উপর হামলা করা হয়।
তারপর পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত এবং দুজন আহত হন।
নিহতরা হলেন- মোজাম্মেল হক ও সুজন হোসেন। মোজাম্মেলের বাড়ি নাটোর, সুজন রাজশাহীর বাসিন্দা।
আহত ইমরান হোসেনের বাড়ি নাটোর এবং সোহেল রানা নওগাঁর নিয়ামতপুর থানার বাসিন্দা। তাদের দুজনেরও গুলি লেগেছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনার বিবরণে বলা হয়, একদল ডাকাত ট্রাকে করে তাদের এলাকার দিকে আসছে বলে নিয়ামতপুর থানা থেকে খবর পেয়ে চৌবাড়িয়া বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
ডাকাত দলের ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে সেটি না থামিয়ে পুলিশ সদস্যদের দিকে উঠিয়ে দিতে যায়।
এ সময় ট্রাকের ধাক্কায় হারুন উর রশিদ নামে একজন কনস্টেবল আহত হন। পরে পুলিশ সদস্যরা গুলি চালালে দুজন নিহত ও দুজনকে আহত অবস্থায় পাওয়া যায়।
আরও চার থেকে পাঁচজন পালিয়ে গেছে। পরে কিছু দেশীয় অস্ত্রসহ ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস